এডোবি সফটওয়্যার ডাউনলোড
১। ক্রিয়েটিভ ক্লাউড ডাউনলোডঃ
প্রথমে এইখান থেকে ক্রিয়েটিভ ক্লাউড সফটওয়্যারটি ডাউনলোড করুন।
তারপর সফটওয়্যারটি ইন্সটল করুন।
ক্রিয়েটিভ ক্লাউড ইন্সটল করার পর ওপেন করুন । তারপর মেনু থেকে অ্যাপস এ যাওয়ার পর উপরের ছবিটির মত একটি ভিউ পাবেন। তারপর আপনার পছন্দের অ্যাপসটি ইন্সটল করুন।
২।সিরিয়াল নাম্বারঃ
আপনি যে সফটওয়ার টি ইন্সটল করেছেন সেটি ৭ দিনের ট্রায়াল ভার্সন। ৭ দিন পর রেজিস্ট্রেশন ছাড়া আপনি সফটওয়ার টি চালাতে পারবেন না।পরবর্তি সময়ে চালানর জন্য এইখান থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করুন।
সফটওয়্যারটি ইন্সটল করে ওপেন করার পর উপরের ছবিটির মতো একটি ছবি দেখতে পারবেন।
তারপর উপরের বক্স থেকে আপনি যে সফটওয়ার টি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর ইন্সটল বাটনটি তে ক্লিক করুন। তারপর একটি পপ আপ উইন্ডো ওপেন হবে।
তারপর আপনি যে সফটওয়ার টি সিলেক্ট করেছেন সেটি আপনার কম্পিউটারের যে ফোল্ডারে ইন্সটল হয়েছে, সেখানে যান। তারপর ফোল্ডারে যাওয়ার পর amtlib.dll নামে একটি ফাইল আছে। ওইটা সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করুন।
এখন সফটওয়্যারটি ওপেন করে দেখুন কাজ হয়েছি কিনা।
Comments
Post a Comment